নিজস্ব সংবাদদাতা: এবার স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চ থেকে অত্যন্ত বাজে খবর এল। শোনা যাচ্ছে যে একটি মহিলা নাকি নিখোঁজ হয়ে গেছে। তাকে আজ সকালে অবস্থান মঞ্চের কাছেই দেখা গেছিল। তারপরে সে আর বাড়ি ফেরেনি এবং সেখানেও উপস্থিত নেই আর।
/anm-bengali/media/media_files/uNvB7SYugGORwmpXJJ6z.jpg)
মেয়েটির নাম তিথি পোরে। তার বয়স জানা যায়নি। ইতিমধ্যেই খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় যে যার মতো করে পারছে বার্তা দিচ্ছে।
/anm-bengali/media/media_files/vzhDV2I1fh1Xa0hxZ0E3.JPG)
বন্যা কর লিখেছেন, 'তিথিকে শেষ দেখা গেছে সকাল ৭টায় অবস্থান মঞ্চ থেকে অপর্ণা বলে একজনের সঙ্গে বাড়ির দিকে রওনা দিতে। ওঁর ফোন খারাপ তাই ওর কাছে ফোন ছিল না। এখনও ফেরেনি বাড়ি। ওঁর বাবা বিধাননগর থানায়। কেউ দেখে থাকলে জানাবেন। বয়স ১৯।
প্লিজ হেল্প। ওঁর মা খুব কাঁদছে।'
শান্তা মিত্র লিখেছেন, 'প্লিজ হেল্প Tithi Porey কাল রাতে অবস্থান মঞ্চে গেছিল। আজ সকাল অবধি ও বাড়ি ফেরে নি। ওর মা ওকে খুঁজছে। কেউ যদি জানো o কোথায় তাহলে প্লীজ আমাদের জানিও। Copied from Amit Ghosh's post'
তবে সর্বশেষ আপডেট অনুযায়ী তাকে খুঁজে পাওয়া গেছে।
(তথ্য: ফেসবুক। এই তথ্যের সত্যতা যাচাই করেনি এএনএম নিউজ)