নিজস্ব সংবাদদাতা: সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডর সাজা ঘোষণা করলেন বিচারক অনির্বাণ দাস।
এই নিয়ে কটাক্ষ করলেন সিপিএম নেতা এবং আইনজীবী সায়ন ব্যানার্জি।
তিনি লেখেন, দিদির পুলিশ আর মোদীজির CBI এর এমন তদন্ত যে আর জি করের ঘটনাকে বিরলরম অপরাধ মনে করলো না আদালত মৃত্যুদন্ডের বদলে আজীবন কারাদন্ডের নির্দেশ দিল আদালত।।
দিদি মোদির সেটিংয়ে বিচার এখন খ্যামটা নাচ নাচছে।।
বড় মাথা বাদ রইলো , আর সিভিক পুলিশ ঘটনা ঘটিয়ে আজীবন কারাদন্ডে থাকবে আমার আপ নার ট্যাক্সের টাকায় খাবে দাবে মজায় থাকবে।।
অসভ্যজন্তু গুলো একটা মেয়েকে বাঁচতে দিলো না অসভ্য গুলো একটা মেয়েকে তার মৃত্যুর পরে বিচার পেতে দিলো না।।
দিদির পুলিশ আর মোদির CBI বিচারব্যবস্থার প্রতি অনাস্থা তৈরী করলো।।
সরকার আর প্রধানবিরোধী দল দুই জন মিলে বিচার পেতে দিলো না অভয়াকে।। লজ্জা, ঘেন্না ,ধিক্কার।। সায়ন ব্যানার্জি।