নিজস্ব সংবাদদাতা: তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিজেপি বিধায়িকা তাপসী মন্ডল। তৃণমূল ভবনে বিজেপি বিধায়িকা এলেন। অরূপ বিশ্বাসের সঙ্গে সাংবাদিক বৈঠক তার। সিপিআইএম থেকে বিজেপি হয়ে এবার তৃণমূলে যোগ দিলেন এই বিধায়িকা। "সিপিএমের সময় কাজ করতে দেওয়া হয়নি। বিজেপিতে কাজ পাইনি", বললেন তাপসী মন্ডল। বাংলাকে রক্ষা করতে হলদিয়ার উন্নয়নের জন্যই তৃণমূলে, দাবি তাপসী মন্ডলের।
/anm-bengali/media/post_attachments/images/newimg/18122020/18_12_2020-tapasi_mondal_wb_politics_21179803-650467.jpg)