তৃণমূলে কোন রত্নাকর বাল্মিকী হতে চাইলে তার ভাগ্যে বহিষ্কার লেখা থাকে- বিস্ফোরক এবার এই নেতা

কে মুখ খুললেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
TMC hj1.jpg

নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের নেতাদের সাসপেন্ড করা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।

তরুণজ্যোতি লেখেন, তাজা নেতা আরাবুল এখন পুরনো, স্কয়ার ফুট সেন বেকার।। তাই তৃণমূল এদের করল বহিস্কার।।

সবথেকে দুঃখের ব্যাপার , এই পুরনো তৃণমূল নেতাদের বহিষ্কারের খবর মিডিয়াকে জানাচ্ছে কচুবন মজুমদার oops sorry, ঘেটু বন মজুমদার।।

আরাবুল আর তাজা নেতা নেই এবং শওকত ভালো বোম বাধে,  স্কয়ার ফুট সেন মনে হয় দোলা সেনের হিসাব ঠিকঠাক মেনে চলছে না।। তাই এই দুজনকে বহিষ্কার।।

শান্তনু সেন জীবনে অনেক ভুল কাজ করেছে এবং তখন তৃণমূল তাকে মাথায় তুলে নিয়েছে,  জীবনে একটা ভালো কাজ যখন করেছিল অর্থাৎ RG Kar কান্ডে সন্দীপ ঘোষ এবং উত্তরবঙ্গ লবি সম্পর্কে যখন মানুষকে বলেছিল তখন তৃণমূলের রাগ হয়েছে।। 

আসলে তৃণমূলে কোন রত্নাকর যদি বাল্মিকী হতে চায় তাহলে তার ভাগ্যে বহিষ্কার লেখা থাকে।।