নিজস্ব সংবাদদাতা: বাংলার সরকারকে ফের কটাক্ষ করলেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।
তরুণজ্যোতি লেখেন, Karnataka's Ballari maternal deaths case সম্পর্কে আপনারা জানেন নিশ্চয়ই।। কর্ণাটক সরকার ওই ঘটনায় পশ্চিমবঙ্গে অবস্থিত একটা কোম্পানি M/s Paschim Banga Pharmaceuticals র বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে।।
Link:
https://thesouthfirst.com/health/ballari-maternal-deaths-karnataka-asks-dcgi-to-probe-west-bengal-pharma-firm/
22.03.2024 তারিখে ওই কোম্পানিকে ব্লাকলিস্ট করেছে কর্ণাটক।। এই তথ্য পশ্চিমবঙ্গ সরকার নিশ্চয়ই জানে।।
অদ্ভুত ব্যাপার হলো এই কোম্পানি পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত প্রিয় এবং এরা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে প্রায় অর্ডার পেয়ে থাকে।।
এই কোম্পানি ব্ল্যাক লিস্ট হওয়ার পরেও পশ্চিমবঙ্গ সরকার এদেরকে টেন্ডার দিয়েছে, এদেরকে প্রায় order দেয় পশ্চিমবঙ্গ সরকার। এত ভালবাসা কিসের জন্য?
জনস্বাস্থ্যের থেকেও ব্যবসায়িক স্বার্থ প্রিয়?