'হঠ জাও, হঠ জাও…হাতী পাদেগা*…পাদেগা…ফুসস…'! কে লিখলেন?

কেন লিখলেন এমন?

author-image
Anusmita Bhattacharya
New Update
tathagata roy

নিজস্ব সংবাদদাতা: চার দিনের মধ্যে কলকাতা দখল করার হুমকি বার বার দিয়েছিলেন বাংলাদেশের নেতারা। খালেদা জিয়ার দল বিএনপি নেতারা এই হুমকি দিচ্ছিলেন। তবে সেসব কিছুই হয়নি। এছাড়া ত্রিপুরা রাজধানী আগরতলাতেও মিছিলের আহ্বান করেছিলেন তারা। সেটাও হয়নি। এই নিয়ে খোঁচা দিলেন বিজেপি নেতা তথাগত রায়। 

তথাগত রায় লেখেন, বহ্বারম্ভে লঘুক্রিয়া !

পর্বতের মূষিক প্রসব !

মাহুত চ্যাঁচাচ্ছে, “হঠ জাও, হঠ জাও…হাতী পাদেগা*…পাদেগা…ফুসস…

এই রকম করে শেষ হয়ে গেল বাংলাদেশিদের আগরতলা ‘লং মার্চ’

*এর কোন পরিশীলিত প্রতিশব্দ খুঁজে পেলাম না বলে দুঃখিত।