নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগে বাংলাদেশের খালেদা জিয়ার দল বিএনপির নেতারা দাবি করেছিলেন তারা কলকাতা দখল করবেন। সেটা নিয়ে নিন্দা চলছে পশ্চিমবঙ্গে। এই পরিপ্রেক্ষিতেই এবার কটাক্ষ করলেন বিজেপি নেতা তথাগত রায়।
এই নেতা লেখেন, কলকাতা দখল, সেভেন সিস্টার্স দখল, চিকেন’স নেক বিচ্ছিন্ন করা, বিছানার চাদর পোড়ান, কত ভাঁড়ামিই না দেখাবে বাংলাদেশী কামাছা (কাঠমোল্লা-মাদ্রাসা ছাপ সম্প্রদায়) !
এইজন্যই বলা হয়, লক্ষ লক্ষ সাইকেলরিকশা চড়ে, গেঞ্জি-লুঙ্গি পরে ভারত আক্রমণ করতে আসছে কামাছা দস্যুরা !
আর চিকেন’স নেক ? একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল ! দুই দুর্ধর্ষ দেশ ! 🤣🤣🤣 ! কিন্তু কাঙলাদের খেয়াল নেই নিজের দেশের ফেনীর চিকেন’স নেক ! যার একদিকে ভারত, অন্যদিকে সমুদ্র !