নিজস্ব সংবাদদাতা: আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান। আন্দোলন ঠেকাতে তৈরী পুলিশ, ব্যারিকেড। কেউ কেউ বলছে এই অভিযানের পেছনে আছে বিজেপি, আরএসএস, এবিভিপি। পুলিশের দাবি তারা অনুমতি নেয়নি অভিযানের।
এদিকে জমায়েত জায়গায় জায়গায় শুরু হয়েছে। এই নিয়ে পোস্ট করলেন বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।
তিনি প্রশ্ন করেন, মমতা তোমার কিসের ভয়?
ধর্ষক তোমার কে হয়?
সৎ সাহস থাকলে ছাত্র সমাজের সামনে এসে দাঁড়ান এবং উত্তর দিন।।
১. RG Kar এর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন করা হলো?
২. হাসপাতাল যখন ভাঙচুর করা হচ্ছিল তখন পুলিশ চুপ থেকে কাদের সুবিধা করছিল?
৩. সেমিনার রুমে ঘটনার দিন রাতে অতগুলো লোক কি করে গেল?
৪. সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সরকারের আইনজীবী কপিল সিব্বল মিথ্যে কেন বলল?
৫. FIR করতে এতক্ষণ কেন লাগলো?
৬. একাধিক অভিযোগের পরেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের প্রশাসন ব্যবস্থা কেন নেয়নি?
৭. টাকা দিয়ে ধর্ষিতার পরিবারকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা কেন হলো?
৮. এইরকম একটা মামলায় তড়িঘড়ি করে পোস্টমর্টেম করে দেহ সৎকার করার ব্যবস্থা সরকার যেন করল? তৃণমূল বিধায়ক শ্মশানে কি করছিল?
৯. কোন নিরপেক্ষ জায়গায় দ্বিতীয় পোস্টমর্টেম কেন হল না?
১০. আর্থিক দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন করা হচ্ছে?
১১. স্বাস্থ্য দপ্তর সবকিছু জানার পরেও চুপ কেন?
১২. সন্দীপ ঘোষ কে সরকারি টাকায় পুলিশ সিকিউরিটি কেন দেওয়া হলো?
১৩. Akhtar Ali অভিযোগ করেছিল বলে তাকে বারবার বদলি করা হলেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ নয় কেন?
আরো অনেক প্রশ্ন আছে আপাতত এইগুলোর উত্তর দিয়ে যান।।