নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে এখনও ধর্মতলায় অনশন করে চলেছেন জুনিয়র ডাক্তাররা। এই অবস্থায় আন্দোলনকারীদের ছেড়ে বিদেশে ঘুরতে যাওয়ার বাসনা ত্যাগ করলেন টলিউড অভিনেত্রী উষসী চক্রবর্তী। এতে সব মিলিয়ে তার ক্ষতি হল প্রায় ৩৫ হাজার টাকা। কারণ টিকিট অনেকদিন আগেই কেটে রেখেছিলেন মালয়েশিয়া ঘুরতে যাওয়ার।
তবে তিনি বাইরে যাওয়ার আগেই হঠাৎ আর জি কর কাণ্ডের জেরে উত্তাল হয়ে ওঠে রাজ্য। এই নায়িকাকেও পথে নেমে বারবার মিছিলে এবং আন্দোলনে সামিল হতে দেখা গেছে। জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলি করছেন সেগুলি এখনও পূরণ করা হয়নি সরকারের পক্ষ থেকে। তাই আন্দোলন এবং অনশন থামছে না। তাই এই অবস্থায় আন্দোলনকারীদের ছেড়ে যাওয়ার প্রশ্নই নেই তার কাছে।
এদিকে আন্দোলনকারীদের আমরণ অনশনের ফলে ডাক্তাররা আস্তে আস্তে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। অন্যদিকে সাধারণ নাগরিকরাও তাতে যোগ দিচ্ছেন প্রতীকী অনশনে। তার ভিডিও এবং ছবি একের পর এক ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে পুজোর মধ্যে অভয়া পরিক্রমা কর্মসূচি নেওয়া হয়েছে। উদ্দেশ্য হল বিভিন্ন মণ্ডপে গিয়ে প্রতিবাদের বার্তা ছড়িয়ে দেওয়া। আজ উত্তর কলকাতায় কর্মসূচি থাকলেও পুলিশ বাধা দেয় প্রথমে ধর্মতলা থেকে। যদিও পুলিশের দেওয়া গার্ড রেল সরিয়ে দিয়ে। আন্দোলনকারীরা এগিয়ে যাচ্ছে।