নিজস্ব সংবাদদাতাঃ আজ ২০ শে ডিসেম্বর, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রী সেলসিয়াস। আর মাত্র কটাদিন পরেই বড়দিন। তাই ঠাণ্ডাটাও বেশ জাঁকিয়ে বসেছে বঙ্গে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, দক্ষিণবঙ্গের ৮টি জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার ফলে তাপমাত্রার পারদ ২-৩ ডিগ্রি করে নামতে পারে। আরও জানা গিয়েছে যে, আজ থেকে আগামী বুধবার অর্থাৎ ২৫ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ৪ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তারপরে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে নামতে পারে। আগামী ৪ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তারপরে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে কমতে পারে।
আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, আজকে বাতাসে গতিবেগের পরিমাণ আছে প্রতি ঘণ্টায় ১০ কিলোমিটার। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৭৪ শতাংশ। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ১৪ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও, আজ সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ আছে ১০১৫.২ মেগাবাইট। আজ বাতাসে দৃশ্যমানতার পরিমাণ হল ১.৭৭ কিলোমিটার। আজ সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ আছে কম। আজকে বাতাসে বায়ুর সূচকের মাত্রা দাঁঁড়িয়েছে ৩৪৭ , অর্থাৎ আজ বায়ুতে দূষণের মাত্রা তীব্রতর হয়েছে। কলকাতার আবহাওয়া সম্পর্কে আরও জানতে ক্লিক করুন।