নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ বিজেপির পথ অবরোধকে ঘিরে উত্তেজনা ছড়ালো মেদিনীপুর শহরের কেরানিতলা এলাকায়। অবরোধকারীদের সঙ্গে পুলিশের ঠেলাঠেলি শুরু হয়ে যায়। পরে কয়েকজন বিজেপি নেতা কর্মীকে আটক করে পুলিশ।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, আরজিকর কাণ্ডে এখন উত্তাল গোটা রাজ্য। প্রতিটি জেলায় জেলায় চলছে পথ অবরোধ, ধর্মঘট। যা ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকেই মেদিনীপুর শহরে এসইউসিআই কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে উত্তেজনা ছড়িয়েছিল। তারপর দিনের শেষে বিকেলে বিজেপি কর্মীদের পথ অবরোধ ঘিরে আরো উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিন বিকেলে কেরানিতলা এলাকায় পথ অবরোধ করে বিজেপির কর্মীরা। পুলিশ গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করে। কিন্তু নির্দিষ্ট সময়ের আগে তারা অবরোধ তুলতে নারাজ। এরপরই পুলিশের সঙ্গে বচসা ও ঠেলাঠেলি শুরু হয়ে যায়। দুজন নেতাকে পুলিশ আটক করেছে বলে দাবি বিজেপির।
অবরোধের সময় সময় বিজেপি নেতাকর্মীরা পুলিশ এবং রাজ্য সরকারের বিরুদ্ধেও স্লোগান তোলেন। তাদের দাবি, আরজিকর কাণ্ডে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। বিজেপি নেতা অরূপ দাস বলেন, " পুলিশের সহযোগিতায় আরজিকরের মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে। যত দিন যাচ্ছে তত পরিষ্কার হয়ে যাচ্ছে। আমাদের ঘোষিত কর্মসূচিতে পুলিশ ন্যক্কারজনক ভাবে লাঠিচার্জ করেছে। আমাদের দুজনকে আটক করেছে পুলিশ। "
অন্যদিকে গুড়গুড়িপাল থানার কঙ্কাবতীতেও পথ অবরোধ করে বিজেপি কর্মীরা। সেখানে প্রায় আধঘন্টা অবরোধ করে বিজেপি কর্মীরা। পুলিশ আসার আগেই পথ অবরোধ তুলে নেয় তারা। যার ফলে কোনো উত্তেজনা বা সমস্যা সৃষ্টি হয়নি সেখানে।