নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে বিনা চিকিৎসায় এক রোগীর মৃত্যুকে ঘিরে ঘটেছে ধুন্ধুমার কান্ড। জুনিয়র চিকিৎসকদের দাবি খুব খারাপ অবস্থাতে ভর্তি করা হয়েছিল রোগীকে, যার কারণে তার মৃত্যু হয়। অন্যদিকে রোগীর পরিবারের দাবি ৭-৮ ঘন্টা কোনরকম চিকিৎসা না করেই পেশেন্টকে ফেলে রাখা হয়েছিল। রোগীর অবস্থা খারাপ হতে শুরু করলে আর কোন কিছুর উপায় থাকে না, ফলে রোগীর মৃত্যু হয়।
এই ঘটনা কে কেন্দ্র করে অন্যান্য পেশেন্ট পার্টিদের সাথে কথা বলার জানা গিয়েছে স্বাগত মেডিকেল কলেজের অবস্থা। অন্যান্য পেশেন্ট পার্টিদের দাবি, সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকরাই সর্বে সর্বা। সিনিয়ার ডাক্তারদের দেখা প্রায় পাওয়া যায় না বললেই চলে। তারপরে ভর্তি করানোর জন্য রয়েছে হাজার একটা নিয়মকানুন। ভর্তির পর জুনিয়র চিকিৎসকরা একবার দেখে দুটো ওষুধ লিখে ফেলে রেখে দেয় আয় মাসিদের দায়িত্বে। ঘন্টার পর ঘন্টা গড়িয়ে গেলেও আর পেশেন্ট দেখতে আসে না কেউ।
যদিও পেসেন্ট পার্টিদের এই দাবি জুনিয়র চিকিৎসকরা অস্বীকার করেন। জুনিয়র চিকিৎসকরা উল্টে তাদের নিরাপত্তার দাবি জানায়। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার দ্রুত নিষ্পত্তি করা হবে।