ছুটির দুপুরে ব্যাপক ভোগান্তির আশঙ্কা

রবিবার দিনটা ছুটির দিন হলেও দুপুরে উত্তাল হতে পারে শহর। সারি সারি গাড়ি লাইনে দাঁড়িয়ে থাকতে পারে। যদি বেরনোর থাকে এখনই সাবধান হন। কোন রুট এড়িয়ে চলবেন জেনে নিন।

author-image
Pallabi Sanyal
New Update
111111

নিজস্ব সংবাদদাতা : সারা সপ্তাহ ব্যস্ততার পরে রবিবার ছুটি পান অনেকেই। ছুটির দিনে যারা ভাবছেন বিকেলের দিকে কোথাও যাবেন তারা ব্য়াপক যানজটে ফাঁসতে পারেন আজ। সকাল থেকে শহরে কোনো মিছিল মিটিং না থাকলেও দুপুরের দিকে মিছিল রয়েছে।  মিছিলটি রফি আহমেদ কিদওয়াই রোড থেকে শুরু করে এসএন ব্যানার্জী রোড হয়ে যাবে ডোরিনা ক্রসিং পর্যন্ত। যে কারণে ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে। ছুটির দুপুরেও উত্তাল হতে পারে কলকাতা। এছাড়াও আরেকটি ধর্মীয় মিছিল বেরনোর কথা মহরমকে কেন্দ্র করে। মিছিলটি সামসুল হুদা রোড থেকে বের হয়ে, বেকবাগান রো, এজেসি বোস রোড হয়ে মল্লিক বাজার, পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং দিয়ে সৈয়দ আমির আলি অ্যাভিনিউ হয়ে ফিরে আসবে বেকবাগান রোড থেকে সামসুল হুদা রোডে। দুপুর ১ টা থেকে ২ টো পর্যন্ত মিছিল দুটি রাস্তায় থাকবে। ফলে যারা ওই রুট ব্যবহারের কথা ভাবছেন তারা বিকল্প রুট ব্যবহার করুন। না হলে দীর্ঘক্ষণ আটকে থাকতে হতে পারে গাড়িতে।