ফের আবহাওয়ার ভোলবদল : শীতেও কি বৃষ্টির সম্ভাবনা?

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে ফলে আগামী বুধবার গৌড়বঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

author-image
Debapriya Sarkar
New Update
weather

নিজস্ব সংবাদদাতা : ফের বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে, যা নিম্ন ট্রপোস্ফিয়ার স্তরে বিস্তৃত। তামিলনাড়ুর কাছে আরও একটি সক্রিয় অক্ষরেখা (ট্রফ) রয়েছে, যা লোয়ার ট্রপোস্ফিয়ার স্তরে অবস্থান করছে।

2024-07-24T090759Z_898243132_RC2D19AG7TGD_RTRMADP_5_ASIA-WEATHER-TAIWAN-FPCC

মালদহের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শুরুতে মেঘলা আকাশ থাকবে, তবে গৌড়বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের সময় আকাশ মেঘলা থাকলেও, কুয়াশার কারণে সকালে ঘন কুয়াশা পড়েছে।

MP-weather-social.jpg

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী বুধবার গৌড়বঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহব্যাপী মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Weather

মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ধীরে ধীরে তাপমাত্রা কমছে। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে, আর সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। নভেম্বরের শুরুতে কুয়াশার উপস্থিতি দেখা দিয়েছে, কিন্তু শীত তেমন করে পড়েনি। চলতি সপ্তাহে বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমতে পারে।