নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ ভুলে গিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি। উগ্রতাবাদী মৌলবাদীদের উস্কানিতে সংখ্যালঘুদের নিশানা ক্রমশই সীমা ছাড়াচ্ছে। এর সঙ্গে পাক যোগ রয়েছে বলেও মনে করছেন অনেকেই।
এবার বাংলাদেশ কড়া ভাষায় কটাক্ষ করলেন তরুণজ্যোতি তিওয়ারি। তিনি ট্যুইট করে বলেছেন, "দু-পয়সার বাংলাদেশি হুজুর গুলো আগে খোঁজ নিক ওপরে হুরের সাপ্লাই ঠিক আছে কিনা।। এদের আব্বু অর্থাৎ পাকিস্তানের সেনাদের প্যান্ট খোলা হয়েছিল আর এদের তো লুঙ্গি, উল্টে দিলেই হবে 🤣" তার এই ট্যুইটকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে।