নিজস্ব সংবাদদাতা: ধর্মতলায় অনশন মঞ্চের সামনে মহিলার শ্লীলতাহানীর অভিযোগ উঠল। এক যুবক মত্ত অবস্থায় এসে মহিলার শ্লীলতাহানী করে বলে অভিযোগ। অভিযুক্ত যুবককে জুনিয়র চিকিৎসকরা পুলিশের হাতে তুলে দিয়েছে বলে জানা গিয়েছে। আরজি কর কাণ্ডে একাধিক কর্মসূচিতে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
অন্যদিকে, ধর্মতলায় চিকিৎসকদের একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল। একদিকে, চিকিৎসকদের ডাকে দ্রোহ কার্নিভাল হয়। অন্যদিকে, জুনিয়র চিকিৎসকরা মানব বন্ধনের ডাক দেন। এই দুই কর্মসূচির জন্য কলকাতা ও শহরতলি থেকে বহু মানুষ অংশগ্রহণ করেন। যদিও দ্রোহ কার্নিভাল করতে পুলিশি বাধার মুখে পড়তে হয়। পুলিশ ধর্মতলার একাধিক অঞ্চলে ১৬৩ ধারা জারি করে দেয়। যাতে কোনওভাবেই চিকিৎসকরা দ্রোহ কার্নিভাল করতে না পারে। যদিও হাইকোর্টের নির্দেশে পুলিশকে সেই ১৬৩ ধারা তুলে নিতে হয়ে। ৭ ফুট উঁচু ব্যারিকেট সরিয়ে নিতে হয়। চিকিৎসকদের দ্রোহ কার্নিভালে শিল্পী মহলের একাংশ অংশগ্রহণ করেছিলেন। তাঁর মধ্যে ছিলেন অপর্ণা সেন, দেবলীনা দত্ত, ঊষসী চক্রবর্তী প্রমুখরা। অন্যদিকে, মানব বন্ধনেও কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন। এদিন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ধর্মতলায় গেলে তাঁকে গো ব্যাক স্লোগান শুনতে হয়।