নিজস্ব সংবাদদাতা: ফের আর একবার রাত দখলের ডাক। এখন থেকেই মোমবাতি হাতে রাস্তায় নামতে শুরু করেছে নাগরিক সমাজ। ইতিমধ্যে সেক্টর ফাইভের তথ্য প্রযুক্তির কর্মীরা জমায়েত হতে শুরু করেছেন। অনেকের হাতেই মোমবাতি।
বিচার চেয়ে নাগরিক সমাজের ডাকে ফের রাস্তায় নামলেন তৃণমূল সুখেন্দু শেখর রায়। তিনি প্রথম থেকেই তিলোত্তমা কাণ্ডে সরব হয়েছিলেন। তাঁকে লালবাজার থেকে ডেকে পাঠানোও হয়। এবার তিনি সাংবাদিকদের সামনে কার্যত কেঁদে ফেললেন। এবার সরাসরি তিনি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করেন। তিনি বলেন, "তথ্য প্রমাণ লোপাটের কারণে কেন্দ্রীয় সংস্থার একটু সময় লাগছে। ডাক্তাররা যাঁদের কাছে আমরা একটু অসুস্থ হলে যাই, তাঁরা রাস্তায় শুয়ে রয়েছে। লালবাজার অভিযান করছেন। কারণ তাঁদের সহকর্মী যাঁকে নির্মম অত্যাচার করে খুন করা হয়েছে, তার বিচার চাইছেন।এই বিচার যেন বিলম্বিত না হয়। তারিখ পে তারিখ আর চলতে দেওয়া যায় না।" তিনি বলেন, বিচারের জন্য আমাকে রাস্তায় নামতেই হতো। কেউ আমার সঙ্গে না নামলে, আমি একা নামতাম। সাধারণ মানুষের সঙ্গে বিচারের দাবি জানাতাম।" প্রসঙ্গত, স্বাধীনতার মধ্য রাতেও তিনি পথে নেমেছিলেন বিচারের দাবি চেয়ে। সোশ্যাল মিডিয়ায় বার বার বিচার চেয়ে পোস্ট করে তিনি তিলোত্তমার বিচারের জন্য সওয়াল হয়েছেন।
অন্যদিকে, রাত দখলের ডাকে ব্যাপক জনসমাগম হবে বলে মনে করা হচ্ছে। আজকে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আন্দোলনে নির্যাতিতার পরিবারের যোগ দেওয়ার কথা রয়েছে। তবে নির্যাতিতার পরিবার থেকে কেউ এখনও যোগ দেননি বলে জানা গিয়েছে। প্রতিদিন শহর কলকাতাতে একাধিক বিচার ও মিছিলের খবর পাওয়া যাচ্ছে। কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একটা বড় অংশ মানববন্ধন করে নির্যাতিতার বিচার চান।