বিচারে দেরি, ন্যায়বিচার হল না, আর কবে বলে যারা সোচ্চার হচ্ছেন তাদের মিথ্যাচারী বলে এবার সোজা নিশানা কুণাল ঘোষের- আরজি কর শুনানি নিয়ে ফের বিস্ফোরক ট্যুইট কুণালের

কি ট্যুইট করলেন কুণাল ঘোষ?

author-image
Aniket
New Update
d

File Picture

 

 

নিজস্ব সংবাদদাতা: এবার ফের একবার আরজি কর শুনানি নিয়ে বিস্ফোরক ট্যুইট করলেন কুণাল ঘোষ। বিচারে দেরি, ন্যায়বিচার হল না, আর কবে বলে যারা সোচ্চার হচ্ছেন তাদের মিথ্যাচারী বলে নিশানা করলেন তিনি।

Kunal ghosh

ট্যুইট করে তিনি বলেছেন, "সুপ্রিম কোর্টে মামলার দিনক্ষণ বদলে যাঁরা বিচারে দেরি, ন্যায়বিচার হল না, আর কবে বলে পরিকল্পিত অপপ্রচার করছেন, তাঁদের স্পষ্টভাবে বলি, আপনারা মিথ্যাচার চালাচ্ছেন। বিচার, শাস্তিপ্রক্রিয়া, ন্যায়বিচার, গোটাটাই শিয়ালদা কোর্টে শুরু হয়েছে। ধর্ষণ ও খুনে সিবিআই চার্জশিট দিয়েছে ( ধরেছিল কলকাতা পুলিশ), চার্জ গঠন হয়েছে, 11 নভেম্বর থেকে রোজ মামলা। সুপ্রিম কোর্টের সঙ্গে এই ন্যায়বিচার প্রক্রিয়ার সম্পর্ক নেই। সুপ্রিম কোর্ট তদন্ত মনিটর করছেন, আনুষঙ্গিক বিষয় দেখছেন। কিন্তু মূল ধর্ষণ ও খুনের অপরাধের বিচারের কোনো বিলম্ব সুপ্রিম কোর্টের শুনানির জন্য আটকে নেই। বাকি তদন্তও চলছে। যাঁরা বিচারে দেরি বলে ডায়লগ মারছেন, তাঁরা ডাহা মিথ্যা বলছেন"।