নিজস্ব সংবাদদাতা: এবার বিস্ফোরক বার্তা দিলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ ট্যুইট করে বলেছেন, "থ্রেট কালচারকে ছুতো করে একাংশের জুনিয়র ডাক্তারকে বার করা ঠিক হচ্ছে না। যথাযথ প্রমাণ থাকলে ব্যবস্থা। তার বাইরে না। অন্যায় চাপ চলবে না। বহু ছাত্র সমস্যায়। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গোচরে আছে। বিপন্নদের আর্জিতে সাড়া, DMEর সঙ্গে কথা বললেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য"। কুণাল ঘোষের এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।