নিজস্ব সংবাদদাতা: জাল ওষুধ মামলার তদন্তে এবার রাজ্য পুলিশকে যুক্ত করার পরিকল্পনা নবান্নর। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ(ইবি) কিংবা সিআইডিকে যুক্ত না করে, একটি বিশেষ টিম গঠনের পরিকল্পনা করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে শুরু হয়ে গিয়েছে আইনজ্ঞদের পরামর্শ নেওয়া। ড্রাগ কন্ট্রোলের অফিসাররা বেশ কিছুদিন ধরে জাল ওষুধ নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছেন। যতক্ষণ না পরীক্ষাগারে সেগুলি জাল হিসেবে প্রমাণ হচ্ছে, ততক্ষণ অভিযুক্তকে বেআইনি ওষুধ ব্যবসায়ী বলা সম্ভব নয়। এ বিষয়ে আদালতের স্পষ্ট নির্দেশ রয়েছে। ফলে দোকানের ওষুধ কেনার নথি থেকে প্রাথমিকভাবে জাল কারবারের হদিশ পাওয়া সম্ভব। যে কাজটা পুলিশই করতে পারে।
/anm-bengali/media/post_banners/DwwNiLPdOAA9mGFlTsSb.jpg)