তিলোত্তমা ভয় নাই.... বোধনের দিনে ম্যাডক্সে উঠল স্লোগান

ম্যাডক্স স্কোয়ারে পুজো মণ্ডপে উঠল স্লোগান।

author-image
Tamalika Chakraborty
New Update

নিজস্ব সংবাদদাতা: প্রতিবাদের শহরে উৎসবের মেজাজ। মানুষ আগেই বলেছিলেন, তাঁরা উৎসবেও রয়েছেন, প্রতিবাদেও রয়েছেন। বোধনের দিনে ম্যাডক্স স্কোয়ারে উঠল স্লোগান। "তিলোত্তমা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।" স্লোগানে মুখরিত হল সমস্ত পুজো মণ্ডপ। 

ষষ্ঠীর দিনে মণ্ডপে মণ্ডপে দর্শণার্থীদের ভিড় চোখে পড়ার মতো। কিন্তু পুজোর ক্ষেত্রে অনেক মণ্ডপ প্রতিবাদের ভাষা বেছে নিয়েছে। অনেক পুজো মণ্ডপে প্রয়োজন ছাড়া মাইক বাজানো হচ্ছে না। কোথাও আবার কালো কাপড় মাথায় দিয়ে মাকে বরণ করা হচ্ছে। অন্যদিকে, ধর্মতলায় সাত জন জুনিয়র চিকিৎসক অনশন করছেন। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দুই জন জুনিয়র চিকিৎসক অনশন করছেন। জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে একের পর এক  মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রায় দুই শতাধিক চিকিৎসক গণইস্তফা দিয়েছেন। প্রয়োজনে তাঁরা ব্যক্তিগত ইস্তফা দিতে পারেন বলে জানিয়েছেন। অন্যদিকে, নাগরিক সমাজের পক্ষ থেকে মুখ্যসচিব ও মুখ্যমন্ত্রীকে ইমেল করা হয়েছে। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের রাস্তায় যাওয়ার আবেদন করা হয়েছে। 

 tamacha4.jpeg