নিজস্ব সংবাদদাতা: বাঘাযতীন কাণ্ডের (Baghajatin Building Collapsed) ছায়া এবার বাগুইআটির জগৎপুরে। ফের হেলে পড়ল বহুতল। বাগুইআটির জগৎপুর নেতাজি পল্লীতে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। ঘটনার কথা জানাজানি হতেই ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঝুঙ্কু মণ্ডল লিখিত অভিযোগ দায়ের করেন বিধাননগর পুরনিগমে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুকুর বুজিয়ে কয়েক ছটাক জমির ওপরে গড়ে উঠেছে বাড়িগুলি। অনেকদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল। আরও বড় কোনও বিপদ ঘটে যাওয়ার সম্ভবনা জানান স্থানীয় কাউন্সিলর।