নিজস্ব সংবাদদাতা: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস ভর্তি ট্যাঙ্কারে ধাক্কা মারল মারুতি গাড়ি৷ ঘটনাটি ঘটেছে তমলুকের কুমারগঞ্জ এলাকায়। শনিবার ভোরে পৌনে ছ'টা নাগাদ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মারুতি গাড়িটির চালক-সহ তিন জনের৷ গুরুতর জখম ১৷
জানা গিয়েছে, মারুতি গাড়িটিতে চালক-সহ চার জন ছিলেন৷ স্থানীয় সূত্রে খবর, হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে তমলুকের কুমারগঞ্জ এলাকায় গাড়ি মেচেদার দিকে যাচ্ছিল৷ পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারে ধাক্কা মারে গাড়িটি৷ ধাক্কার চোটে ডান দিকের পিছনের চাকা ফেটে যায়। যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি।
জানা গিয়েছে, গাড়ির ভিতরে থাকা প্রত্যেকেই কলকাতায় চিকিৎসার জন্য যাচ্ছিলেন৷ সাতসকালে এমন দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় মেডিক্যাল কলেজে৷