নিজস্ব সংবাদদাতারা: জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সিনিয়র চিকিৎসকরাও এবার অনশনে বসছেন। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে এই ঘোষণা করা হয়েছে। ১০ দফা দাবি নিয়ে জুনিয়র চিকিৎসকরা সরকারকে ২৪ ঘণ্টার সময় দিয়েছিলেন। সেই সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর অনশনের সিদ্ধান্ত নেন জুনিয়র চিকিৎসকরা। প্রথম পর্যায়ে ছয় জন চিকিৎসক অনশনে বসছেন।
শনিবার সাংবাদিক সম্মেলনে জুনিয়র চিকিৎসকরা বলেন, তাঁরা ১০ দফা দাবি করেছিলেন। তা পূরণ করেনি সরকার। এবার সেই কারণে আমরণ অনশনে বসছেন। শুধু তাই নয়, আগের দিন অর্থাৎ শুক্রবার ঘোষণা করেছিলেন, তাঁর সম্পূর্ণ কর্মবিরতি তুলে নিয়ে কাজে ফিরছেন। নিজেদের সেই অবস্থানে অটুট থেকে জুনিয়র চিকিৎসকরা বলেন, কাজে যোগ দেব। কিন্তু কিছু খাবো না। পাশাপাশি জুনিয়র চিকিৎসকরা বলেন, অনশনের স্বচ্ছতা বজায় রাখতে তাঁরা সিসিটিভি ক্যামেরা বসাবেন। জুনিয়র চিকিৎসকরা বলেন, ইতিমধ্যে অনেকে কাজ যোগ দিয়েছেন। সোমবারের মধ্যে সমস্ত জুনিয়র চিকিৎসক কাজে যোগ দেবেন। কিন্তু কোনও মূল্যে তাঁরা কিছু খাবেন না। এবার সিনিয়র চিকিৎসকরা তাঁদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।