নিজস্ব সংবাদদাতাঃ আর জি কর হত্যাকাণ্ডের ঘটনায় আজ রাস্তায় নেমেছে গোটা বাংলা। আজ হাসপাতাল চত্বরে মধ্যরাতে জমায়েত করবে রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের বিশিষ্ট জনেরা।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, আর জি করের ঘটনায় তোলপাড় বাংলা। ক্ষিপ্ত হয়ে উঠেছে যুব সমাজও। মহিলাদের রাজ্যের মধ্যেই আজ নিরাপত্তার অভাব আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ মহিলা হওয়ার পরেও, রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। এই কথাই প্রতি নিয়ত উঠছে।
এই সকল কিছুর প্রতিবাদে আজ গর্জে উঠেছে রাজ্যের মহিলারা। কলকাতার পাশাপাশি বহরমপুরেও আজ প্রতিবাদে নেমেছেন মহিলারা। সূত্র মারফত জানা গিয়েছে যে, ‘মেয়েরা রাত দখল করো’ এই শিরোনামে আজ ১৪ আগস্ট বুধবার, রাত সাড়ে ১১টা থেকে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে ব্যারাক স্কোয়্যার লাগোয়া ‘চৌতারাতে’ মহিলারা জমায়েত করবেন।
এই কর্মসূচীর উদ্যোক্তাদের পক্ষে সোনালী গুপ্ত বলেন, ‘‘ বুধবার সকালে আমরা টোটো চালক ইউনিয়নের কাছে যাব। আমাদের কর্মসূচির সময় কিছু টোটোকে যাতে তারা সেখানে রাখেন সেই আবেদন জানাব। সেই সঙ্গে আমরা পুলিশকেও জানিয়েছি। ’’
এই বিষয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “ শুনেছি বহরমপুরের মহিলারা এ রকম কর্মসূচি করছেন। তাদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা হবে। ”