প্রতিবাদের গর্জন এবার বহরমপুরেও, আজ রাতেই হবে বড় ধামাকা

পথে নামছেন মহিলারা।

author-image
Adrita
New Update
f

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আর জি কর হত্যাকাণ্ডের ঘটনায় আজ রাস্তায় নেমেছে গোটা বাংলা। আজ হাসপাতাল চত্বরে মধ্যরাতে জমায়েত করবে রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের বিশিষ্ট জনেরা। 

Kolkata Doctor Case: RG Kar Medical College principal Sandip Ghosh steps  down amid students' protest | India News - Times of India

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, আর জি করের ঘটনায় তোলপাড় বাংলা। ক্ষিপ্ত হয়ে উঠেছে যুব সমাজও। মহিলাদের রাজ্যের মধ্যেই আজ নিরাপত্তার অভাব আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ মহিলা হওয়ার পরেও, রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। এই কথাই প্রতি নিয়ত উঠছে। 

Kolkata rape-murder case: IMA issues 48-hour ultimatum, threatens  nationwide protests | Latest News India - Hindustan Times

এই সকল কিছুর প্রতিবাদে আজ গর্জে উঠেছে রাজ্যের মহিলারা। কলকাতার পাশাপাশি বহরমপুরেও আজ প্রতিবাদে নেমেছেন মহিলারা। সূত্র মারফত জানা গিয়েছে যে, ‘মেয়েরা রাত দখল করো’ এই শিরোনামে আজ ১৪ আগস্ট বুধবার, রাত সাড়ে ১১টা থেকে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে ব্যারাক স্কোয়্যার লাগোয়া ‘চৌতারাতে’ মহিলারা জমায়েত করবেন। 

Kolkata rape-murder case: IMA writes to health minister JP Nadda, seeks  safety for women doctors | Latest News India - Hindustan Times

এই কর্মসূচীর উদ্যোক্তাদের পক্ষে সোনালী গুপ্ত বলেন, ‘‘ বুধবার সকালে আমরা টোটো চালক ইউনিয়নের কাছে যাব। আমাদের কর্মসূচির সময় কিছু টোটোকে যাতে তারা সেখানে রাখেন সেই আবেদন জানাব। সেই সঙ্গে আমরা পুলিশকেও জানিয়েছি। ’’

Timeline of tragedy: How a civic volunteer's actions led to the horrific  rape and murder of a junior doctor at Kolkata's RG Kar Hospital

এই বিষয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “ শুনেছি বহরমপুরের মহিলারা এ রকম কর্মসূচি করছেন। তাদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা হবে। ”

Kolkata woman doctor rape-murder: Protesting doctors to suspend emergency  services as well from today, seek fast-track judicial inquiry | Kolkata  News - The Indian Express

Adddd