চিকিৎসকদের মিছিলে জনসমুদ্র! এলেন রিক্সা চালকরা

চিকিৎসকদের ডাকে মিছিলে এলেন রিক্সা চালকরা।

author-image
Tamalika Chakraborty
New Update
rikshaw

নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে মিছিলের ডাক দিয়েছিলেন চিকিৎসকরা। সেই মিছিল ছিল কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন। সেই মিছিলেন নিজেদের যান নিয়ে এবার এলেন রিক্সা চালকরা। তাঁরা বলেন, আরজি করের নির্যাতিতা যাতে দ্রুত বিচার পায়, সেই দাবি জানিয়ে তাঁরা মিছিলে যোগ দিয়েছেন। 

subarna goswami

মহালয়ার দিন জুনিয়র চিকিৎসকদের তরফে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। সেই মিছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত হওয়ার কথা। চিকিৎসকরা কর্ম বিরতি থেকে ফের কাজে যোগ দিচ্ছিলেন। কিন্তু নতুন করে একাধিক জায়গায় জুনিয়র চিকিৎসকদের ওপর রোগীর পরিবার হামলা করে। ঘটনার জেরে নতুন করে কর্ম বিরতিতে যান জুনিয়র চিকিৎসকরা। ফের ১০ দফা দাবি জানিয়ে পূর্ণ কর্মবিরতির ঘোষণা জুনিয়র ডাক্তারদের। দ্রুত স্বচ্ছতার সঙ্গে নির্যাতিতার ন্যায়বিচার সুনিশ্চিত করা, স্বাস্থ্যসচিবকে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ করার পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্যমন্ত্রককে নেওয়ার দাবি জানিয়ে  জুনিয়র চিকিৎসকদের তরফে একটি প্রেস রিলিজ করা হয়েছে। রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিক্য়াল কলেজে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা, ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর চালু করার দাবি জানান জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালগুলিতে সিসিটিভি ক্য়ামেরা, অন কল রুম, বাথরুমের সঙ্গে হেল্পলাইন নম্বর, প্যানিক বোতামের ব্যবস্থা করার দাবি জুনিয়র ডাক্তারদের। 

 tamacha4.jpeg