নিজস্ব সংবাদদাতারা: জুনিয়র চিকিৎসকরা শনিবার সাড়ে আটটার পর থেকে আমরণ অনশন শুরু করেছেন। সাংবাদিক সম্মেলন করে সেই অনশনের কথা বলেন। এবার তাঁদের পাশে এসে দাঁড়ালেন তাঁদের বাবা-মা। অনশন মঞ্চে এদিন আন্দোলনকারী চিকিৎসক দেবাশিষ হালদারের বাবাকে দেখা গেল। তিনি বলেন, ছেলেকে প্রথম থেকেই সমর্থন করছেন। অনশনে ছেলে বসেনি। যাঁরা অনশনে বসেছেন, তাঁরা সন্তানসম। সকলকে সাহস জোগাতে, আশ্বাস দিতে, পাশে আছেন বোঝাতে অনশন মঞ্চে তাঁরা এসেছেন।
শনিবার সাংবাদিক সম্মেলনে জুনিয়র চিকিৎসকরা বলেন, তাঁরা ১০ দফা দাবি করেছিলেন। তা পূরণ করেনি সরকার। এবার সেই কারণে আমরণ অনশনে বসছেন। শুধু তাই নয়, আগের দিন অর্থাৎ শুক্রবার ঘোষণা করেছিলেন, তাঁর সম্পূর্ণ কর্মবিরতি তুলে নিয়ে কাজে ফিরছেন। নিজেদের সেই অবস্থানে অটুট থেকে জুনিয়র চিকিৎসকরা বলেন, কাজে যোগ দেব। কিন্তু কিছু খাবো না। পাশাপাশি জুনিয়র চিকিৎসকরা বলেন, অনশনের স্বচ্ছতা বজায় রাখতে তাঁরা সিসিটিভি ক্যামেরা বসাবেন। জুনিয়র চিকিৎসকরা বলেন, ইতিমধ্যে অনেকে কাজ যোগ দিয়েছেন। সোমবারের মধ্যে সমস্ত জুনিয়র চিকিৎসক কাজে যোগ দেবেন। কিন্তু কোনও মূল্যে তাঁরা কিছু খাবেন না।