নিজস্ব সংবাদদাতাঃ আরজি করের ঘটনার বিচারের দাবীতে এবং জুনিয়র ডাক্তারদের মিছিল।
কর্মবিরতি প্রত্যাহারের জন্য ৫ দফা দাবী জানাতে আজ স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছে জুনিয়র ডাক্তাররা।
'দুর্নীতির ঘুঘুর বাসা ভাঙতে'ই আজ এই অভিযান।
তারা দাবী জানিয়েছেন যে, কর্মক্ষেত্রে তাদের দাবী না মানা হলে তারা কাজ ফিরবেন না। এই মুহূর্তে সল্টলেক সেক্টর ফাইভে অবস্থান করছে মিছিল।
এই মিছিলের কিছু অংশ এখনও ভবনের সামনে এসে পৌঁছায়নি।
তারা স্লোগান দিচ্ছে যে, ' ধর্ষকদের শাস্তি দাও, নইলে শাসক বিদায় নাও। '
জুনিয়র ডাক্তারদের সাথে আছেন সিনিয়র ডাক্তাররাও। তাদের কর্মস্থানে সুরক্ষিত
ডাক্তাররা এক প্রতীকী মস্তিস্ক নিয়ে তাদের বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের কথায়, এটি বাংলার পুরো স্বাস্থ্যমহলের ব্রেন।