নিজস্ব সংবাদদাতাঃ বাজারে ক্রমশ চড়ছে আলুর দাম। এই নিয়ে নাজেহাল সাধারণ মানুষ। রাজ্য সরকার এবার আলুর দাম নিয়ন্ত্রণ করতে কড়া পদক্ষেপ নিয়েছে।
/anm-bengali/media/post_attachments/bc547136b37f6c050673afae6155a6570804851e13b07b1bbd5ab0bb000a98ba.jpg)
নবান্ন সূত্রে জানা গিয়েছে যে, মন্ত্রিসভার বৈঠক ডেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে যতদিন না আলুর দাম কমবে, ততদিন ভিনরাজ্যে আলু রপ্তানি করা যাবে না। এছাড়াও, আলু ব্যবসায়ীদের নিয়েও আলাদা করে এক বৈঠক করার কথা বলেছেন তিনি। কৃষি বিপণণমন্ত্রী বেচারাম মান্নাকে মুখ্যমন্ত্রী কড়া হাতে আলুর এই সমস্যার সমাধান করার নির্দেশ দিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/32f897aea610c1cf8ee6690b619d214564b0bfe4076a882406fb3581fa2905b7.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)