এক ধাক্কায় অনেকটাই কমল পেট্রোল ও ডিজেলের দাম

কত হল পেট্রোল ও ডিজেলের দাম ?

author-image
Adrita
New Update
া

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ জন সাধারণের জন্য সুখবর। পুজোর আগে ভাগেই পাওয়া গেল বিরাট খুশীর খবর।   

Government reduces petrol and diesel prices by Rs 2 - India Today

সারা দেশ জুড়ে কমে গেল পেট্রোল ও ডিজেলের দাম। সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ ৮ সেপ্টেম্বর, রবিবার থেকেই সারা দেশ জুড়ে লাগু হল পেট্রোল ও ডিজেলের নতুন দাম। আসুন জেনে নিই, কোথায় কত টাকা দাম হল পেট্রোল ও ডিজেলের।

ছুটির দিন বাংলার ৩ জেলায় হুড়মুড়িয়ে কমল জ্বালানির দাম, কলকাতায় কত?

সূত্র বলছে যে, আজ ব্রেন্ট ক্রুড অয়েলের দাম  ব্যারেল প্রতি ৬৮ দশমিক ১৬ ডলারে নেমেছে। যা অন্যান্য দিনের সাথে তুলনায় অনেকটাই কম। আজ নয়াদিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৪.৭২ টাকা, মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৪.২১ টাকা। কলকাতায় পেট্রোলের প্রতি লিটার দাম ১০৪.৯৫ টাকা, চেন্নাইয়ে পেট্রোলের দাম প্রতি লিটার ১০০.৭৫ টাকা, বেঙ্গালুরুতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০২.৮৪ টাকা। অন্যদিকে, দিল্লিতে ডিজেলের দাম প্রতি লিটার ৮৭.৬২ টাকা, মুম্বাইয়ে ডিজেলের দাম প্রতি লিটার ৯২.১৫ টাকা, কলকাতায় ডিজেলের দাম প্রতি লিটার ৯১.৭৬ টাকা। চেন্নাইতে ডিজেলের দাম প্রতি লিটার ৯২.৩৪ টাকা। বেঙ্গালুরুতে ডিজেলের দাম প্রতি লিটার ৮৮.৯৫ টাকা।

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, বিগত কয়েক মাস ধরেই পেট্রোল ও ডিজেলের দামে ওঠানামা চলছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও উল্লেখযোগ্যভাবে কম হয়েছে আজ। আজ ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমার পর প্রতি ব্যারেল ৭১ দশমিক ০৬ ডলারে এবং ডব্লিউটিআই ক্রুড অয়েলের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেল প্রতি ৬৮ দশমিক ১৬ ডলারে নেমেছে।