অনশনকারীর বাড়িতে পুলিশ পাঠিয়ে চাপ! বিস্ফোরক অভিযোগ উঠছে সরকারের বিরুদ্ধে

অনশনকারীদের বাড়িতে গিয়ে চাপ তৈরির চেষ্টা করছে পুলিশ।

author-image
Tamalika Chakraborty
New Update
hungery strike

নিজস্ব সংবাদদাতা: আজ মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের। কিন্তু এবারের পুজো অন্য সবার থেকে আলাদা। এবারের পুজোয় বার বার উঠে আসছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন, অনশন। আরজি করে তরুণী চিকিৎসক  খুনের প্রতিবাদে ও দশ দফা দাবি পূরণের লক্ষ্যে একাধিক জুনিয়র চিকিৎসক অনশনে বসেছেন। প্রতিবাদের রাস্তা থেকে সরে আসতে চাননি তাঁরা। উত্তরবঙ্গেও অনশন চলছে।  

উত্তরবঙ্গে অনশনরত এক জুনিয়র চিকিৎসক অভিযোগ করেছেন,  বাড়িতে ফোন করে অনশন তুলে নিতে বলা হচ্ছে। ওর শরীর খুব খারাপ। এটা ঠিক নয়। পুলিশ ফোন করে বাড়িতে বলছে, ছেলেকে অনশন তুলে নিতে বলুন।  ছেলের শরীর খারাপ হলে কী হবে।  অন্যদিকে, ধর্মতলায় অনশন রত  স্নিগ্ধা হাজরার বাঁকুড়ার বাড়িতে মাঝরাতে পুলিশ গিয়েছিল। এমনকী আজকে সকালেও গিয়েছিল পুলিশ। কিন্তু সেই সময় স্নিগ্ধার বাড়িতে কেউ ছিল না। প্রতিবেশীদের বাড়িতে স্নিদ্ধার পরিবারের খবর নেওয়ার চেষ্টা করছে পুলিশ বলে অভিযোগ উঠেছে। 

ঘটনার তীব্র প্রতিবাদ করছেন সিনিয়র চিকিৎসকরা। তাঁরা বলেন,  অসভ্যতার একটা সীমা থাকা দরকার। কোন সমাজে বাস করছি। আমরা বলছি সবাই বেরিয়ে আসুন। আমরা সিনিয়ররা আরও এগিয়ে আসব। বলা হচ্ছে অনশন তুলে নিন। মিথ্যে মামলাতে ফাঁসিয়ে দেব। মাটিগাড়া থানা থেকে ফোন যাচ্ছে। বলছে অনশন তুলে নিতে বলুন। নাগরিক সমাজকে বলছি আপনারা এগিয়ে আসুন। আপনারা এর প্রতিবাদ করুন। তবে জুনিয়রদের মনের জোর প্রবল। আমরা সিনিয়ররাও এর প্রতিবাদ করছি। আমরা গর্জে উঠব। 

 tamacha4.jpeg