ব্রেকিংঃ যানজটের আশঙ্কায় মিলল না 'মহামিছিলে'র অনুমতি

আজকে পঞ্চমী, চলছে জুনিয় চিকিৎসকদের অনশন।

author-image
Adrita
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতাঃ আজ মঙ্গলবার, মহাপঞ্চমী। সারা বাংলা উৎসবে মেতে উঠলেও, আরজি কর হাস পাতালের জুনিয়র চিকিৎসকদের অনশন এবং আন্দোলন অব্যাহত। 

সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ পঞ্চমীর বিকেলে জুনিয়র ডাক্তাররা ' মহামিছিল ' এর ডাক দিয়েছিলেন। তবে কলকাতা পুলিশ পুজোর আবহে যানজটের কারণ দেখিয়ে 'মহামিছিলে'র আবেদন খারিজ করে দিয়েছে।