নিজস্ব সংবাদদাতাঃ আজ মঙ্গলবার, মহাপঞ্চমী। সারা বাংলা উৎসবে মেতে উঠলেও, আরজি কর হাস পাতালের জুনিয়র চিকিৎসকদের অনশন এবং আন্দোলন অব্যাহত।
সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ পঞ্চমীর বিকেলে জুনিয়র ডাক্তাররা ' মহামিছিল ' এর ডাক দিয়েছিলেন। তবে কলকাতা পুলিশ পুজোর আবহে যানজটের কারণ দেখিয়ে 'মহামিছিলে'র আবেদন খারিজ করে দিয়েছে।