সৌরভ পত্নী ডোনা গাঙ্গুলির মৃত্যু খবরে শোকাহত রাজ্য! অবশেষে লড়াইয়ের সমাপ্তি

সৌরভ পত্নীর মৃত্যুর খবর মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তারপর চলে দীর্ঘ লড়াই।

author-image
Tamalika Chakraborty
New Update
post_image_d642d52

নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডে বার বার বেফাঁস মন্তব্য করার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় সংবাদের শিরোনামে এসেছেন। এই পরিস্থিতিতেই হঠাৎ করেই সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর  খবর পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়।  ডোনা গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর খবরে একের পর এক শোকবার্তা সোশ্যাল মিডিয়ায় আসতে থাকে। যদিও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর ডোনা গঙ্গোপাধ্যায়ের কাছে পৌঁছাতে সময় লাগেনি। 

sourav kk.jpg

জানা যায় ডোনা গঙ্গোপাধ্যায় স্বয়ং কলকাতা পুলিশের সাইবার সেল ডিপার্টমেন্টে ফোন করেন। পশ্চিমবঙ্গ সরকারের সাইবার বিভাগের এডিজি ও আইজিপি শ্রী হরিকিশোর কুসুমাকারের সঙ্গে আলোচনা করেন। হ্যাকারদের সঙ্গে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ টেকনিক্যাল লড়াই চলে। তবে পেজটি পুনরুদ্ধার করতে কম বেগ পেতে হয়নি। অবশেষে ফিরে এসেছে তাঁর পেজটিও। বর্তমানে ফেসবুক পেজটি আগের অবস্থানে এসেছে। হ্যাকারদের কারসাজিতে ডোনা গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর খবরটি যে ভুয়ো সেটা প্রকাশ্যে এসেছে।  তবে কোথা থেকে হ্যাকিং করা হয়েছে সেই বিষয়ে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি।

 tamacha4.jpeg