বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম এখনও পর্যন্ত শেখ হাসিনা- জানিয়ে দেওয়া হল- রাতের বিগ ব্রেকিং

কি জানানো হল?

author-image
Aniket
New Update
sheikh hasina.jpg

File Picture

 

 

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের ইউনূস সরকার সংবিধান বিরোধী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম এখনও পর্যন্ত শেখ হাসিনা বলেই জানিয়ে দেওয়া হল বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির তরফে।

tarunjyotir1.jpg

তিনি ট্যুইট করে বলেছেন, "বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের সরকার অসাংবিধানিক ।। ২০১১ সালের বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় দেখে নেবেন ।। ১৯৯৬ সালে বাংলাদেশের সংবিধানের একটা সংশোধন  এনে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ কেয়ারটেকার সরকারের একটা নিয়ম করা হয় পরবর্তীকালে ২০১১ সালে বাংলাদেশের সুপ্রিম কোর্ট সেই সংশোধন বাতিল করে।। মোহাম্মদ ইউনুসের সরকার সম্পূর্ণভাবে তাদের সংবিধান বিরোধী।। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম এখনও পর্যন্ত শেখ হাসিনা।। Chinmoy Krishna Das এবং #iskcon এর সাথে যেটা হচ্ছে সেটাও সম্পূর্ণ বেআইনি এবং #unitednations এর নীতিবিরোধী।। এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে এবং খুব দ্রুত হবে ।। বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ শিক্ষা নিক এবং পশ্চিমবঙ্গের হিন্দুরা দেখুক যে মৌলবাদীদের হাতে ক্ষমতা গেলে কি হয়।। পশ্চিমবঙ্গ কে সেই দিকেই নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।। ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ ক্ষমা করে না,  বর্তমান মাঝে মাঝে ভবিষ্যৎ দেখার সুযোগ করে দেয়।। বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের হিন্দুরা শিক্ষা নিক।।" তার এই ট্যুইটের মধ্যে যুক্তি রয়েছে বলে মনে করছেন অনেকেই।