নিজস্ব প্রতিবেদন : ঘূর্ণিঝড় 'ডানা' বঙ্গোপসাগরে শক্তিশালী হয়ে উঠছে এবং বুধবার রাতে এটি সাইক্লোনে পরিণত হবে বলে আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, বৃহস্পতিবার ২৪ অক্টোবর এবং শুক্রবার ২৫ অক্টোবরের মধ্যে ওড়িশা উপকূলে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। 'দানা'-র কারণে ওড়িশা ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, বিশেষ করে শুক্রবারের জন্য।
'ডানা' নামটি কাতার প্রস্তাব করেছে এবং এর অর্থ আরবি ভাষায় 'মুক্তা' বা 'স্বাধীনতা'। আন্তর্জাতিকভাবে ঘূর্ণিঝড়ের নামকরণ ব্যবস্থা বিভিন্ন দেশের সমন্বয়ে পরিচালিত হয়, যেখানে দেশগুলো নিজেদের নাম প্রস্তাব করে।
বর্তমানে ঘূর্ণিঝড়টি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আগামীকাল সকালের মধ্যে আরও শক্তিশালী হয়ে উঠবে, যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ কিমি প্রতি ঘণ্টা।
ওড়িশা ও পশ্চিমবঙ্গের প্রশাসন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়েছে এবং জনগণকে প্রতিনিয়ত সতর্ক থাকতে বলা হচ্ছে। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া ও জরুরি পরিষেবাগুলো প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য সচেতনতার প্রচারও চালানো হচ্ছে, যাতে তারা দুর্যোগের সময় প্রস্তুত থাকতেপারে।