নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডে মেয়ের বিচার চেয়ে ফের সরব হলেন নির্যাতিতার মা। ধর্মতলায় চিকিৎসকদের প্রতিবাদী মঞ্চ থেকে গর্জে উঠলেন তিনি। ফের একবার তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বিচারের শেষ পর্যন্ত পাশে থাকার আর্জি জানান।
দুপুর ৩টেয় NRS মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স তরফে মিছিলের ডাক দেওয়া হয়। এই মিছিল যায় ধর্মতলা পর্যন্ত। এই মিছিলে প্রতিটি সাধারণ মানুষকে অংশগ্রহণ করার আহ্বান করা হয় চিকিৎসকদের তরফে। এদিন ধর্মতলায় চিকিৎসকদের প্রতিবাদী মঞ্চে নির্যাতিতার মা বলেন, "আমি কী বলব, ভাষাই হারিয়ে ফেলেছি। আমার মেয়ের খুব ছোট থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। বলত মা অনেক লোকের সেবা করব। আর সেই সেবা করতেই বলিদান হয়ে গেল। একটা অনডিউটি ডাক্তার এরকম চরম অত্যাচারের স্বীকার হয়েছে। যখন মা মা করে কাঁদছিল সেই কান্নাটা রোজ ধ্বনিত হয়। ভাবি কত কষ্টে আমার মেয়ের প্রাণটা চলে গেল। এই যে সবাই আমার পাশে দাঁড়িয়েছেন, দেশে বিদেশে এটাই আমাদের বড় বল। সরকার যেভাবে মানে পুলিশ প্রশাসন যেভাবে প্রথম থেকে অসহযোগিতা করেছে। তারা যদি একটু সহযোগিতা করত তাহলে হয়ত আশার আলো দেখতে পেতাম। এত বড় ক্রাইম হওয়ার পরেও পুলিশ প্রশাসনের তরফে ধামাচাপার দেওয়ার চেষ্টা হয়েছে। প্রথম থেকেই প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে। যতদিন আমার মেয়ের বিচার না পাই, সবাই এভাবেই আমার পাশে থাকবেন।''