নিজস্ব সংবাদদাতাঃ আর জি কর কাণ্ডে এবার সামনে এল আরও বড় সত্য ঘটনা। সূত্র মারফত জানা গিয়েছে যে, মর্গেই মজুদ থাকত মদ। এমনই তথ্য সামনে আনলেন মর্গের প্রাক্তন ক্লার্ক।
/anm-bengali/media/post_attachments/b52731a2dd285dcd02f61ad93cb574c3f97c3ecd249a1f3e4a0701b4c22a93b0.webp)
তার কথায়, '' কাছের ছাত্রদের সন্দীপ ঘোষ মদ খাওয়াতেন। বাইরের কোনও লোক এলে হাসপাতালে থাকার জন্য গেস্ট হাউস ছিল। সেই গেস্ট হাউসকে তিনি বার বানিয়ে দিয়েছিলেন। মদ্যপানের আসর বসত। ৭-৮ জনের একটা বাহিনী ছিল। তাদের বলা হয়েছিল, আমার সঙ্গে থাকবি। পড়াশোনা দেখতে হবে না। পাশ করাটা আমি দেখে নেব। ''
/anm-bengali/media/media_files/84Rt95dtueQt6jMGWFkm.jpg)
এমন সত্য সামনে আসতেই সিবিআই আধিকারিকদের চোখ কপালে উঠেছে।
/anm-bengali/media/media_files/4Hbq5n2zjlBmA8BF5gtN.jpg)