নিজস্ব সংবাদদাতাঃ দুই সপ্তাহ পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও সরানো হয়নি ঝড়ে ক্ষতিগ্রস্ত মেট্রোর আয়না। মেট্রো সূত্রে জানা গিয়েছে যে, বছর পাঁচেক আগে প্রত্যেক প্লাটফর্মের একেবারে সামনের দিকে আয়না বসানোর ব্যবস্থা করেছিল মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো পরিষেবার খুঁটিনাটি নজর রাখার জন্য এই আয়না লাগানো হয়েছিল।
/anm-bengali/media/post_attachments/0eb5dc937589eb590ad117ba223134fdcaa8a3d33d484b450dfbed871f86e91c.jpg)
কিন্তু গত ৬ মে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই আয়না। তারপর থেকে এখনও অবধি সারানো হয়নি এই আয়না। সেই আবস্থাতেই চলছে মেট্রো পরিষেবা। তবে সূত্রের খবর যে খুব শীঘ্রই এই আয়না মেরামত করা হবে।
/anm-bengali/media/post_attachments/d410eadf-f28.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)