নিজস্ব সংবাদদাতা: রাজ্য জুড়ে বাড়ছে শীতের আমেজ। চলতি মরশুমে প্রথমবারের জন্য তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমেছে কলকাতায়। রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রার পারদ নামছে। এরমধ্যেই ঘূর্ণিঝড়রের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শনিবার আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত।
আলিপুর আবহাওয়া দফতরের খবর, ২৫ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। ২৬ নভেম্বর তা নিম্নচাপে পরিণত হবে। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী ২৭ নভেম্বর তা গভীর নিম্নচাপে পরিণত হবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আপাচচ এর অভিমুখ অন্ধ্রউপকূলের দিকে।