নিজস্ব সংবাদদাতা: বুধবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। তবে তার আগে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাব সরাসরি বাংলার জেলাগুলোতে পড়বে বলেই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। এর ফলে বাংলায় শীতের আমেজে বাধা আসতে পারে। শীতের আমেজ দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে হাওয়া হয়ে যেতে পারে। অন্যদিকে আবার রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা আরও কমবে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।