বিচারের দাবীতে ফের পথে নামল বামবাহিনী

প্রতিবাদে জ্বলে উঠল বাংলা।

author-image
Adrita
New Update
েএও

নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামল বাম বাহিনি। সূত্র মারফত আজ বিকেল ৪ টে নাগাদ লালবাজার থেকে এক প্রতিবাদ মিছিল বের করেছে বাম কর্মী এবং সমর্থকরা। 

সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, আজ এই মিছিলে পা মিলিয়েছেন প্রবীণ বাম নেতা সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, বিমান বসু। এছাড়াও সাথে আছে দিপ্সিতা ধর এবং মীনাক্ষী মুখোপাধ্যায়। 

আজ এই মিছিলের মুখ্যভাগে রয়েছেন দলের মহিলা কর্মী সমর্থকরা এবং তাদের পিছনেই আছেন দলের পুরুষ কর্মী সমর্থকরা।