ঘূর্ণিঝড় রেমালঃ আধ ঘণ্টারও কম সময়ের মধ্যে হবে ল্যান্ডফল! এই মুহূর্তের বড় ব্রেকিং

ঘূর্ণিঝড় রেমাল নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakbreak

নিজস্ব সংবাদদাতাঃ ধেয়ে আসছে রেমাল, কমল আরও দূরত্ব, ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু। রেমালের প্রভাবে শুরু ঝড়-বৃষ্টি। আধ ঘণ্টারও কম সময়ের মধ্যে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় রেমান। ল্যান্ডফলের সময় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিমি। 

https://www.windy.com/-Hurricane-tracker/hurricanes/remal?waves,20.910,88.704,6,m:ehgaiNJ

সূত্রে খবর, রেমালের প্রভাবে ইতিমধ্যে কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। 

Add 1