নিজস্ব সংবাদদাতাঃ রবিবার রাতে বিজেপি নেতা দিলীপ ঘোষ টুইটে বলেন, "আরজি করের ঘটনায় পুলিশের ভূমিকা নিন্দনীয়। এমনকি চিকিৎসকের মৃতদেহ দেখার পরও পুলিশ কোনো ষড়যন্ত্রের সন্দেহ করতে ব্যর্থ হয়, দ্রুত এটিকে আত্মহত্যা বলে অভিহিত করে। একজন আইপিএস অফিসার মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত হয়ে প্রভাবশালী ব্যক্তিদের রক্ষা করতে পারেন। অন্যায়কে ধামাচাপা দেওয়ার চেষ্টার সঙ্গে জড়িত সবাই দোষী।"
1.2 Everyone involved in trying to cover up the wrongdoing is guilty.
The Kolkata Police Commissioner, #VineetGoyal, should be immediately suspended and stripped of his uniform. Afterwards, the CBI should interrogate him to uncover the truth.
— Dilip Ghosh (Modi Ka Parivar) (@DilipGhoshBJP) August 18, 2024
তিনি আরও বলেন, 'কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অবিলম্বে সাসপেন্ড করে তাঁর ইউনিফর্ম খুলে ফেলতে হবে। এরপর সিবিআইয়ের উচিত তাঁকে জিজ্ঞাসাবাদ করে সত্য উদঘাটন করা।'