মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন জুনিয়র চিকিৎসকরা, বৈঠক কি আদৌ হবে

মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন জুনিয়র চিকিৎসকরা।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
junior doctors bus


নিজস্ব সংবাদদাতা: সন্ধে ৬.১৬ মিনিটে বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পৌঁছান জুনিয়র চিকিৎসকরা। এক এক করে তাঁরা বাস থেকে নামছেন। এর আগে দুবার নবান্ন ও কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও বৈঠক হয়নি। এবারে বৈঠক হবে কি না, কোনও জটিলতা তৈরি হবে কি না, সেই নিয়ে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। 

অন্যদিকে, ডাক্তার প্রতিনিধি দল ছাড়াও দুই জন বহিরাগত প্রফেশনাল স্টেনোগ্রাফারকে নিয়ে গিয়েছে জুনিয়র চিকিৎসকরা। কিন্তু তাঁদের বৈঠকে প্রবেশের অনুমতি দেবে কি না, সেই নিয়েও যথেষ্ঠ সন্দেহ রয়েছে। সোমবার সকালেই স্বাস্থ্য দফতরের তরফে চিঠি আসে। তারপর থেকে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনা হয়। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা বলেন, আগে আমরা ভিডিওগ্রাফির মিনিটসে রাজি হয়ে গিয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে সেটাও হবে না। আমরা আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তবে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেও পাঁচ দফা দাবির বাইরে কোনও আলোচনা করবো না।

rg doctor

 শনিবার যখন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের জন্য জুনিয়র চিকিৎসকরা যান, তখনের থেকে এখনের পরিস্থিতি অনেক পাল্টে গিয়েছে। সরকারি সমস্ত শর্ত মেনে আলোচনাতে বসতে জুনিয়র চিকিৎসকরা রাজি হলেও শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী বেঁকে বসেন। যার জেরে বৈঠক কার্যত ভেস্তে যায়। এই ঘটনায় কিছু জুনিয়র চিকিৎসক কান্নায় ভেঙে পড়েন।  
আলোচনার পরেই জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্ধারিত সময়ের এক ঘণ্টার বেশি পরে তাঁরা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে পৌঁছান। 

 

 tamacha4.jpeg