নিজস্ব সংবাদদাতা: স্যালাইনকাণ্ডে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। মেদিনীপুর মেডিক্যাল (Midnapore Medical) কলেজের কলেজ কাউন্সিলকে ঘেরাও করে এবার বিক্ষোভ কর্মসূচি জুনিয়ার ডাক্তারদের (Junior Medical Doctors)। এদিন বিক্ষোভ শুরু হয় এই দাবিকে কেন্দ্র করে যে ৬ জন পিজিটির উপর থেকে সাসপেনশন তোলা হোক। কাউন্সিলের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন জুনিয়ার ডাক্তাররা।
জুনিয়র ডাক্তারদের দাবি ছিল অবিলম্বে তুলতে হবে সাসপেনশন। আর সেই দাবি না মেটায় এবার কাউন্সিলকে মেডিক্যাল কলেজের বোর্ড রুম ঘেরাও করে রাখল জুনিয়ার ডাক্তাররা। জানানো হল, সাসপেনসান না তুললে ঘেরাও চলবে। ভিতরে আছেন প্রিন্সিপাল, সুপার সিএমওএইচ সহ অনেকেই।
গত শনিবার থেকে অবস্থান বিক্ষোভের মাধ্যমে এই সাসপেনশনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা জানান, পাশাপাশি আংশিক কর্মবিরতি যেমন চলছে তেমনি চলবে। মানবিকতার কারণে হাসপাতালে ভর্তি থাকা রোগী দের জন্য জরুরি পরিষেবা জারি থাকবে।
আসলে মানুষের পরিষেবার কথা মাথায় রেখে চিকিৎসকরা জানিয়েছেন যে কিছু পরিষেবা চালিয়ে যাবেন। তাঁরা জানিয়েছেন, এনাস্থাশিয়া টিম এবং প্রসূতি বিভাগের যে চিকিৎসকরা সেদিন সিজার করেছিলেন তাঁরা এর আগেও হাসপাতালে একাধিক মায়ের সিজার করেছেন ও তারা সুস্থ ভাবে বাড়ি ফিরে গিয়েছেন।