৩০ জুন পর্যন্ত বাড়ানো হল ইন্টার্নশিপের সময়সীমা

নতুন পাঠ্যক্রমে কলেজ পড়ুয়াদের ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক।

author-image
Adrita
New Update
rtgf

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন পাঠ্যক্রম অনুযায়ী ছাত্র-ছাত্রীদের ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক। পূর্বের নির্দেশিকা অনুযায়ী, গরমের ছুটির মধ্যেই ৩০শে মে পর্যন্ত ইন্টার্নশিপের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু, আগামী ৩০শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। ‌

Calcutta University: আদৌ স্নাতকোত্তরের ক্লাস এইবছর শুরু হবে? এখনও বহু আসন  ফাঁকা কলকাতা বিশ্ববিদ্যালয়ে » Najarbandi 24X7

ছাত্র-ছাত্রীদের এই ইন্টার্নশিপকে কার্যকরী করার জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করারও নির্দেশ দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই ইন্টার্নশিপের পরে ছাত্র-ছাত্রীরা তাদের শংসাপত্রও পাবে। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, ইন্টার্নশিপ সংক্রান্ত নানা তথ্য এবং বিষয় দেখাশোনা করবেন নোডাল অফিসাররা। 

Linguistics - University Of Calcutta Researcher profile

 ‌  

Add 1