Breaking: তপসিয়ায় হেলে পড়ল বাড়ি

খাস কলকাতায় আরও একবার বিল্ডিং ভেঙে পড়ার ছবি। তপসিয়ায় ৫৯ নম্বর ওয়ার্ডের বহুতলের উপর বিপজ্জনকভাবে হেলে পড়ল আরেকটি বাড়ি ! ভেঙে পড়া ঠেকাতে ভরসা লোহার বিমের ঠেকনাই ভরসা।

author-image
Jaita Chowdhury
New Update
WhatsApp Image 2025-01-24 at 16.36.56

নিজস্ব সংবাদদাতা: বাঘাযতীন, বাগুইআটি, ট্যাংড়ার পর এবার তপসিয়া। ফের হেলে পড়া বিল্ডিং বিভীষকা (Building collapse in Kolkata)। খাস কলকাতায় আরও একবার বিল্ডিং ভেঙে পড়ার ছবি। তপসিয়ায় ৫৯ নম্বর ওয়ার্ডের বহুতলের উপর বিপজ্জনকভাবে হেলে পড়ল আরেকটি বাড়ি ! ভেঙে পড়া ঠেকাতে ভরসা লোহার বিমের ঠেকনাই ভরসা।