Kolkata: বিপজ্জনক বাড়ি! এক্সাইড মোড়ে হেলে রয়েছে বহুতল!

তালিকায় এক্সাইড মোড়। এক্সাইড মোড়ের কাছে চৌরঙ্গি রোডে আতঙ্ক বাড়ল। এখানেই পুরনো এক বহুতল হেলে পড়েছে পাশের ভবনে। বিপজ্জনক বাড়িতেই বাস করছেন আবাসিকরা।

author-image
Jaita Chowdhury
New Update
WhatsApp Image 2025-01-25 at 18.05.15

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: শহর কলকাতায় একের পর এক বহুতল হেলে পড়ার ঘটনা। আর এবার সেই তালিকায় এক্সাইড মোড়। এক্সাইড মোড়ের কাছে চৌরঙ্গি রোডে আতঙ্ক বাড়ল। এখানেই পুরনো এক বহুতল হেলে পড়েছে পাশের ভবনে। বিপজ্জনক বাড়িতেই বাস করছেন আবাসিকরা। কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডের ছবি। এক্সাইড মোড়ের কাছেই অবস্থিত এই বিল্ডিং। এখানে পুরনো ভগ্নপ্রায় বিল্ডিংটি পাশের বিল্ডিংয়ের গায়ে হেলে পড়েছে। এই ৬ তলা ভগ্নপ্রায় বিল্ডিংটি দীর্ঘ দিন ধরেই হেলে রয়েছে বলে জানান পাশের বিল্ডিংয়ে থাকা বাসিন্দারা।