বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের স্টল দেওয়ার আবেদন খারিজ হাইকোর্টে

বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে তাঁরা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে এই মর্মে যে তাঁরা বইমেলায় স্টল দিতে চান। তবে স্টল দেওয়ার যে আবেদন গিল্ডের তরফ থেকে মান্যতা দেওয়া হয়নি।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-01-24 at 16.53.38

নিজস্ব সংবাদদাতা: কলকাতা বইমেলায় স্টল (Kolkata Book Fair) দিতে আবেদন জানিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। সেই আবেদন খারিজ হয়ে গেল হাইকোর্টে। বিশ্ব হিন্দু পরিষদের মেলায় স্টল দেওয়ার আবেদন খারিজ করল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। 

সূত্রের খবর, বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে তাঁরা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে এই মর্মে যে তাঁরা বইমেলায় স্টল দিতে চান। তবে স্টল দেওয়ার যে আবেদন গিল্ডের তরফ থেকে মান্যতা দেওয়া হয়নি। গিল্ড সাফ জানিয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ বইমেলায় স্টল দিতে পারবেন না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা কলকাতা হাইকোর্টে এসেছিলেন। তাঁদের বক্তব্য, কলকাতা বইমেলায় তাঁরা এর আগেও অনেক সংস্থার পক্ষ থেকে স্টল দিয়েছে। 'আচমকা ২৫-এর বইমেলায় তাঁদের কেন অনুমতি দেওয়া হবে না?' এই বক্তব্যকে হাতিয়ার করে তাঁরা কলকাতা বইমেলায় আসেন।কিন্তু বিচারপতি অমৃতা সিনহা তাঁদের এই আবেদন খারিজ করেন।