নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেছেন, " আজ প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখন পদত্যাগ করবেন ? এর পরিবর্তে, আমরা প্রত্যক্ষ করেছি যে এই ইস্যুটির বিরুদ্ধে যারাই তাদের আওয়াজ তুলেছে, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নোটিশ পাঠাচ্ছে এবং তাদের হুমকি দিচ্ছে ৷ আর জি কর মামলায় কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনও অধিকার নেই।
#WATCH | Delhi: BJP leader Shehzad Poonawalla says, "Today, the question arises of when CM Mamata Banerjee will resign. Instead of it, we are witnessing that whoever is raising their voice against this issue, Mamata Banerjee's government is sending them notice and threatening… pic.twitter.com/VjzXWW1Qsq